বাংলাদেশে প্রচলিত মাদক দ্রব্য পর্ব-২

(সংবিধিবদ্ধ সতর্কীকরন- এই পোষ্ট মাদক দ্রব্যের প্রচারের জন্য নহে বরং মাদক দ্রব্যের ব্যবহার রোধে সচেতনতার উদ্দেশ্যে লেখা।)

মদ

মূলতঃ এ্যালকোহল (ইথানল) যুক্ত পানীয়কে মদ বলে। ইহার এ্যালকোহলের মাত্রা অনুযায়ী দুই শ্রেনীতে বিভক্ত করা হয়। স্বল্পমাত্রায় এ্যালকোহল যুক্ত পানীয় বিয়ার এবং বেশী মাত্রায় এ্যালকোহল যুক্ত পানীয় হুইস্কি, ব্রান্ডি ইত্যাদি নামে অধিক পরিচিত। এটি পান করার ফলে দেহে অবসাদ ও তন্দ্রাভাব হয়। এটি ব্যয়বহুল মাদক/পানীয় হওয়ায় উচ্চ মধ্যবিত্ত শ্রেনীর ব্যক্তিরা পান করে থাকে।


আফিম

পপি গাছের ফল থেকে কষ সংগ্রহ করে আফিম প্রস্তুত করা হয়। দেখতে খয়েরী বা পিচের মত গাঢ় বাদামী বর্ণের, গন্ধ তেতুলের মত, স্বাদ অত্যান্ত তিতা।


হেরোইন

আফিম থেকে প্রস্তুত মারাত্মক মাদক। সাদা ও বাদামী বর্ণের হয়। সাধারনতঃ পুড়িয়ে নিঃশ্বাসের সাথে ধোঁয়া টেনে নেশা করা হয়। ২/৩ বার সেবন করলেই নেশাগ্রস্ত হয় এবং এই নেশা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। হেরোইন সেবীদের প্রচন্ড বিষন্নতা, অনিদ্রা, খিঁচুনিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। ব্যয়বহুল ও দীর্ঘ মেয়াদী চিকিৎসা ব্যতিত এই নেশার শেষ ঠিকানা ধুকে ধুকে মৃত্যু।


কোডিন

এটিও আফিম থেকে উদ্ভূত একটি উপজাত। সাধারণতঃ কাশি দমন ও ব্যাথা নাশক হিসাবে এর ব্যবহার করা হয়। কিন্তু অতিরিক্ত ব্যবহারে পরে নেশায় রুপলাভ করে। বাজারে ট্যাবলেট, ক্যাপসুল, লিকুইড ও সলিউশন আকারে পাওয়া যায়। ফেনসিডিলের মূল উপদান এটি।

Know the facts about drugs Part-I
Know the facts about drugs Part-II
Know the facts about drugs Part-III
Drug Addiction in Bangladesh Part-I
Drug Addiction in Bangladesh Part-II
Drug Addiction in Bangladesh Part-III
মানবদেহে ধুমপানের ক্ষতিকর দিক
ইসলামের দৃষ্টিতে মাদক ও মাদকাসক্তি
বাংলাদেশে প্রচলিত মাদক দ্রব্য পর্ব-১
বাংলাদেশে প্রচলিত মাদক দ্রব্য পর্ব-২
বাংলাদেশে প্রচলিত মাদক দ্রব্য পর্ব-৩